‘বর্ণমালা ক্যানভাস’
‘বর্ণমালা ক্যানভাস’ বিভিন্ন শিল্পীদের নিয়ে আকা একটা ড্রয়িং গ্যালারি। মূল আইডিয়া হলো, প্রত্যেক আকিয়ে কে একটা করে বাংলা বর্ণ বাছাই করে ঐটা নিয়ে একটা ছবি আঁকতে হবে। এই, যেমন ধরা যাক, ‘ক’ তে ‘কাক’, ‘ম’ তে ‘মানুষ’, ‘প’ তে ‘প্রজাপতি’, ইত্যাদি। কিছু উদাহরণ নিচের গ্যালারি তে দেযা হলো. সবগুলো বর্ণ আকা শেষ হলে আমরা এইটা একটা গ্যালারি আকারে অনলাইন এ পাবলিশ করব. এই ড্রয়িং গুলো মোবাইল এপ, বাচ্চাদের জন্য বর্ণমালা ভিডিও টিউটোরিয়াল সহ বিভিন্ন শিখ্খামূলক কাজে যে কেউ বেবহার করতে পারবে।
নমুনা ড্রয়িং:
Contributing Artists (ongoing):
Afshin Shiraji
Zahid Hossain
Rubaiat Habib
হ্যাপি ড্রয়িং। 🙂